রোদে দীর্ঘসময় কাটানোর ফলে ত্বকে যে প্রদাহ তৈরি হয় তাকেই সানবার্ন বলে। আসলে সূর্যের আলোয় থাকে আলট্রাভায়োলেট এবং আলট্রাভায়োলেট বি রশ্মি যা ত্বকের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। রোদ্রে দীর্ঘসময় কাটালে আমাদের ত্বকে মেলানিন উৎপাদন বেড়ে যায় (মেলানিন নামক রঞ্জকের উপস্থিতির কারণেই আমাদের ত্বকের রং কালো বা বাদাম হয়)। এপিডারমিস নামে ত্বকের উপরের স্তরে, মেলানিনের অতিরিক্ত উপস্থিতি ত্বকে ট্যান তৈরি করে।
আর হ্যাঁ, মনে রাখবেন মারাত্মক ধরনের সানবার্ন মেছতা, পিগমেন্টেশন পরবর্তীতে ডিএনএ-এর পরিবর্তন ঘটাতে পারে। সানবার্ন থেকে মুক্তির জন্য ব্যবহার করুন শতভাগ অর্গানিক "Sunburn Removal Pack"।
Ratings & Reviews
No Review Found